বিএনপি তথ্যপ্রযুক্তি দেখে ভয় পায় : হানিফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৬ অক্টোবর ২০১৭

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি সব সময় কারচুপি আর ষড়যন্ত্রের ভোট করত বলেই ইভিএম পদ্ধতি চায় না। তারা তথ্যপ্রযুক্তি দেখে ভয় পায়।

সোমবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী নানা অনুষ্ঠানের উদ্বোধন শেষে সিইসির কাছে বিএনপির ২০ দফা প্রস্তাবে ইভিএম পদ্ধতি বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল কারচুপির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য।

বিএনপির সংসদ ভেঙে দেয়ার প্রস্তাব প্রসঙ্গে হানিফ বলেন, সংবিধানের মধ্যে কোথাও সংসদ ভেঙে দেয়ার কথা বলা নেই, সংবিধানে আছে বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন করার এবং বর্তমান সরকার কমিশনকে সহায়তা করবে।

এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ মীর মাহফুজুল হক চৌধুরী, জেলা প্রশাসক মো. জহির রায়হান, সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. এস এম মুসতানজীদ, পরিচালক ডা. আশরাউল হক দারা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, স্বাচিপ নেতা ডা. আমিনুল হক রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

আল মামুন সাগর/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।