খাগড়াছড়িতে অবৈধভাবে মজুদ করা সেগুন কাঠ জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১০:২৯ এএম, ১৯ অক্টোবর ২০১৭

খাগড়াছড়ির বিভিন্ন বনাঞ্চল থেকে অবৈধভাবে মজুদ করা ২৩১ ঘনফুট সেগুন ও গামারি কাঠ জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে জব্দকৃত কাঠ খাগড়াছড়ি সদর রেঞ্জে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় বন আইনে একটি মামলা দায়ের করেছে ৩২ বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের বিশাল বনাঞ্চল সংরক্ষণে বিজিবিকে দায়িত্ব দেয়ার পর থেকে বিভিন্ন সময় কাঠ পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর এলাকায় অভিযান চালিয়ে একটি স’মিলের পাশের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫০ পিস সেগুন ও ২৫ পিস গামারি কাঠ জব্দ করা হয়।

tree

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর রেঞ্জের বন কর্মকর্তা বাবু রাম চাকমা জানান, বিজিবির পক্ষ থেকে ২৩১ ঘনফুট সেগুন ও গামারি কাঠ জব্দ করে বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত কাঠের বাজার মূল্য আনুমানিক তিন লাখ টাকা হবে বলেও জানান তিনি।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।