শেরপুরে শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশিত: ১০:৪৪ এএম, ২৩ জুন ২০১৫

শেরপুরের নালিতাবাড়ীতে শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন অব বাংলাদেশ নালিতাবাড়ী এডিপির স্পন্সরশীপ প্রকল্পের সহযোগিতায় বারমারি মিশন সভাকক্ষে শিশুরা এ সমাবেশের আয়োজন করে।
    
শিশু ফোরামের সভাপতি শামীম আহাম্মেদের সভাপতিত্ব এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বারোমারি খ্রিষ্টধর্মপল্লীর পালপুরোহিত রেভারেন্ট ফাদার মনিন্দ্র এম চিরান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী এডিপি ম্যানেজার মি. অরবিন্দ গমেজ, স্পন্সরশীপ প্রকল্প ম্যানেজার শিউলি দিও।

এ সময় অন্যান্যদের মধ্যে এনজিও প্রতিনিধি তপন কুমার সাহা, বিনয় রংদি, শিশু ফোরামের উপদেষ্টা শাহ আলম প্রমুখ বক্তব্য রাখেন।
  
নিপ্পন হাজং ও নাছিমা আক্তারের উপস্থাপনায় নালিতাবাড়ী উপজেলার বারমারি সু-প্রভাত শিশু ফোরাম, গোলাপী শিশু ফোরাম, অগ্রগামী শিশু ফোরাম, স্বর্ণালী শিশু ফোরাম ও রজনীগন্ধা শিশু ফোরামের শিশুরা এতে অংশগ্রহণ করে ও নিজ নিজ ফোরামের প্রতিবেদন পেশ করেন।  

হাকিম বাবুল/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।