শেরপুরের নকলায় ৫ জুয়াড়ি আটক
শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটকদের মঙ্গলবার দুপুরে মূখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হলে তিনি তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আটকরা হলেন, ইছিবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে দারোগ আলী (৪৮), কায়দা গ্রামের গোলাম মোস্তফার ছেলে মতি মিয়া (৩৮), সাহেদ মিয়ার ছেলে শেখ ফরিদ (৩৫), শহিদ মিয়ার ছেলে ফোরকান আলী (৫০) ও নূর ইসলামের ছেলে নবী হোসেন (৪৫)।
নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার জানান, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় নগদ টাকাসহ জুয়াখেলার বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।
হাকিম বাবুল/এসএস/আরআই