উকিল কিংবা বিচার প্রার্থী কারোরই বসার জায়গা নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৩:৪৪ এএম, ২০ অক্টোবর ২০১৭

কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদালতের নতুন ভবনে বিচারিক কার্যক্রম হলেও আইনজীবী, মুহুরি কিংবা বিচার প্রার্থীদের বসার কোনো সুব্যবস্থা না থাকায় পড়তে হচ্ছে ভোগান্তিতে। এতে করে বিচারিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশংকা সংশ্লিষ্টদের। বিচারিক কার্যক্রম নির্বিঘ্ন করতে দ্রুত সুষ্ঠু ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের।

২০১৫ সালের ১৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এই ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। প্রথম দফায় ১৬ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৪র্থ তলা পর্যন্ত নির্মিত হয় ভবনটি। গত সোমবার এই ভবনে বিচারিক কর্মকাণ্ড শুরু হয়। তবে সেখানে নেই কোনো আইনজীবী, মুহুরি এবং বিচার প্রার্থীদের বসার ব্যাবস্থা। এনিয়ে সবার মাঝে অসন্তোষ বিরাজ করছে। এ অবস্থায় আবারও শুরু হয়েছে দ্বিতীয় দফায় ১৪ কোটি ৪৯ লাখ ৯ হাজার টাকা ব্যয়ে ৫ম তলা থেকে ৮ম তলা পর্যন্ত নির্মাণ কাজ। ইতোমধ্যে ঠিকাদার নিয়োগ দিয়েছে গণপূর্ত বিভাগ। নির্মাণ কাজ আগামী জুনেই শেষ হওয়ার কথা।

কুড়িগ্রাম পাবলিক প্রসিকিউটর ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন জানান, দীর্ঘদিনের প্রতিক্ষিত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নতুন উদ্যোমে বিচারিক কার্যক্রম শুরু হওয়ায় বিচারকসহ আইন পেশার সঙ্গে জড়িত সবাই উপকৃত হবে। তবে আইনজীবীদের বসার ব্যবস্থা না থাকায় সমস্যা হতে পারে। দ্রুত এই সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ দাবি করেন তিনি।

বিচার প্রার্থী চিলমারীর মোফাজ্জল হোসেন (৫৫) এবং নাগেশ্বরীর রহিমুল ইসলাম(৬০) বলেন, দুর-দুরান্ত থেকে এসে বিচার প্রার্থীর মধ্যে বিশেষ করে মহিলাদের পড়তে হচ্ছে বিপাকে। এখানে বসার কোনো জায়গায় নেই। ছায়া নেই রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে উকিলের সঙ্গে কথা বলতে হয়। পুরাতন ভবনে বিচার প্রার্থীদের নানান সমস্যায় পড়তে হয়েছে।এখানেও তার ব্যতিক্রম নয়।

অ্যাড. রুহুল আমিন দুলাল বলেন, দেশের উন্নয়নে যেমন প্রধানমন্ত্রীর সুনাম রয়েছে তেমনি বিদেশেও সেই সুনাম অক্ষুণ্ন রয়েছে। কিন্তু কিছু কর্মকর্তাদের দায়িত্বশীলতার অভাব সরকারের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করছে।

কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মাউদুদুর রহমান বলেন, দেশের সব জেলায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবন একই নকশায় নির্মাণ হচ্ছে। সেখানে আলাদা করে আইনজীবী, মুহুরি এবং বিচার প্রার্থীদের বসার ব্যবস্থা নেই। বিষয়টি বার কাউন্সিলের হওয়ায় তারা বিষয়টি ভালো বলতে পারবেন।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।