নওগাঁয় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৩ অক্টোবর ২০১৭

দৈনিক প্রতিদিনের সংবাদের কক্সবাজারের রামু প্রতিনিধি দিদারুল আলমের উপর সন্ত্রাসী হামলাম প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বিকেলে বরেন্দ্র রেডিও শ্রোতা সংঘ ও নওগাঁ জেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সহ সভাপতি এ বিএম রফিকুল ইসলাম, বরেন্দ্র রেডিও’র স্টেশন ম্যানেজার সুব্রত সরকার, এটিএন বাংলা’র প্রতিনিধি রাইহান আলম, চ্যালেন নাইন’র প্রতিনিধি একে সাজু এবং প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি সবুজ হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা সংবাদিকের উপর হামলাকারী আবুবক্কর গংসহ এ হামলার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আব্বাস আলী/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।