শেরপুরের ভোগাই নদীতে অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ


প্রকাশিত: ১২:৩০ পিএম, ২৪ জুন ২০১৫

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে অজ্ঞাত নারী-পুরুষের দুটি ভাসমান মরদেহ দেখা গেছে। বুধবার দুপুরে মরদেহ দুটি পাহাড়ি ঢলে উজান থেকে ভেসে যেতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা দেড়টার দিকে নালিতাবাড়ী শহরের বুকচিরে প্রবাহিত ভোগাই নদীতে একজন পুরুষের অর্ধগলিত মরদেহ ভেসে আসে। এর একঘন্টা পর আরো এক নারীর মরদেহ একইভাবে উজান থেকে ভেসে আসে। এ সময় উৎসুক জনতা নদীর দু`পাড়ে ভিড় জমায়।

মরদেহ দু`টি নদীর পানিতে ভেসে গেলেও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কাউকে উদ্ধার করতে দেখা যায়নি। মরদেহ দু`টির মধ্যে পুরুষটির মাথায় এবং নারী দেহটির গলায় আঘাতের চিহ্ন দেখা যায়। আনুমানিক মধ্য বয়সী লাশ দু`টি দেখতে অনেকটা গারো আদিবাসীদের সম্প্রদায়ের চেহারার মতো।

স্থানীয়দের ধারণা, ভারতের কোনো অংশে ওই পুরুষকে মাথায় আঘাত করে হত্যা এবং নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।  হত্যার ৩/৪ দিন আগে নদীতে ফেলে দেওয়া হতে পারে। পরে পাহাড়ি ঢলে মৃতদেহ দু`টি ভেসে আসে। নিহতদের বয়স আনুমানিক ২৫-৩৫ এর মধ্যে হবে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান জাগো নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

হাকিম বাবুল/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।