অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ১৩ জন আটক


প্রকাশিত: ১১:১৫ এএম, ২৫ জুন ২০১৫
প্রতীকী ছবি

সীমান্তের অবৈধ পথে ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৩ জন নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বেনাপোল-দৌলতপুর সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, খুলনার বিমল বিশ্বাসের ছেলে পরিমল (২২), আসলামের মেয়ে মালা খাতুন (২০), যশোরের ওহিদুর রহমানের ছেলে রাসেল (২১), হোসেন আলীর ছেলে জয়নাল (৬৫), ঝিনাইদহের বাবর আলীর ছেলে জলিল (২৫), নড়াইলের আব্দুল খালেকের ছেলে সুমন মৃধা (৩২), সুনামগঞ্জের আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিন (২৩), বাগেরহাটের জয়দেবের স্ত্রী রাধা রানী (৩০), জবির চন্দ্র পালের ছেলে জয়দেব (৪০), লক্ষীপুরের গোপাল চন্দ্রের ছেলে কাকন চন্দ্র (২০), গোপালগঞ্জের সতিশ বিশ্বাসের ছেলে বিমল (৩৫), হাসেম আলীর ছেলে গোপাল (২২) ও তরিকুলের স্ত্রী দোলনা বেগম (২৩)।

বেনাপোল পোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফ হোসেন জাগো নিউজকে জানান, আটক হওয়া এসব নারী-পুরুষ অবৈধভাবে ভারতে যাচ্ছিলেন। এসময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে দালালরা তাদের ফেলে পালিয়ে যান। পরে সেখান থেকে ১৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে বিজিবি। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠনো হয়েছে বলে জানান এএসআই।

মো. জামাল হোসেন/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।