চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ দম্পতি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২:২১ পিএম, ২৬ অক্টোবর ২০১৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফেনসিডিলসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার কুসলাপুর গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে আশরাফুল ইসলাম ও তার স্ত্রী মোসা. পিয়ারা বেগম।

শিবগঞ্জ থানা পুলিশের এএসআই আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কানসাট বাজার এলাকায় সকালে অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেনসিডিলসহ আশরাফুল ও তার স্ত্রী পিয়ারাকে আটক করা হয়। আটকরা সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলযোগে ফেনসিডিল নিয়ে বাগমারা এলাকায় বিক্রি করত। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।