১৭ কোটি মানুষ বোঝা নয় : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১১:৩৫ এএম, ২৭ অক্টোবর ২০১৭

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেছেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষ বোঝা নয়, তাদের মানবসম্পদে পরিণত করতে চাই। শিক্ষাখাতকে বিশেষ গুরুত্ব দিয়ে সরকার সেই লক্ষে কাজ করছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে জ্ঞানী মানুষ তৈরি করতে হবে। সেই জ্ঞানী মানুষদের সম্পদ হিসেবে সারাবিশ্বে ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেছেন, আগামী ২০১৮ সালের মধ্যে দেশের সকল অনুপযোগী ক্লাশরুম সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। সরকার চায় জ্ঞাননির্ভর জাতি গঠন করতে। এজন্য জ্ঞাননির্ভর শিক্ষার্থী গড়তে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ লক্ষে সরকার সকল সমস্যা নিরসন করে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ও মান উন্নয়নে সচেষ্ট রয়েছে।

শুক্রবা বেলা ১১টায় নওগাঁ জিলা স্কুল মাঠে বাংলাদেশ কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট অ্যাসোসিয়েশন ঢাকা কর্তৃক আয়োজিত ২০১৬ সালে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংগঠনের মহাসচিব মঞ্জুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট শহিদুজ্জামান সরকার এমপি, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, ইসরাফিল আলম এমপি, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান এবং নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবুল খায়ের, কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা নজরুল ইসলাম দেওয়ান, সংগঠনের সদস্য আবুল কালাম আজাদ এবং শিক্ষার্থী মোহনা।

আব্বাস আলী/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।