ট্রাকের ভারে ভেঙে পড়ল মাইনী সেতু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০১:১২ পিএম, ২৭ অক্টোবর ২০১৭

কাঠ বোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়েছে দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের মাইনী সেতু। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে সেতুর একটি অংশ পুরোপুরি ধসে নদীর চরে পড়ে গেছে। সেতুটি ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছে দুই পারের কয়েকশ যাত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলের দিকে কাঠ বোঝাই একটি ট্রাক মাইনী সেতু পার হওয়ার সময় শেষ প্রান্তে আসার পর সেতুটি এক পাশে হেলে পড়ে। মুর্হূতেই সেতুটির একটি অংশ সম্পূর্ণ ভেঙে নদীর চরে পড়ে যায়। এই ঘটনায় চালক ও হেলপারসহ তিনজন আহত হয়েছেন। ঘটনার পর থেকেই চালক মো. আবদুল কাদের পলাতক রয়েছেন।

প্রাথমিক চিকিৎসা শেষে ট্রাকটির হেলপার মো. সেলিম জানায়, ট্রাকটি মাইনী সেতুর শেষ প্রান্তে আসলে সেতুর ডান পাশ দেবে যায়। কিছু বুঝে ওঠার আগেই সেতু ভেঙে কাঠ বোঝাই ট্রাক নদীর চরে পড়ে যায়।

এদিকে দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের মাইনী সেতু ভেঙে যাওয়ায় বাঘাইছড়ি, সাজেক, বাঘাইহাট, সাজেক ও বাবুছড়ার সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে করে স্থানীয়দের পাশাপাশি দুর্ভোগে পড়েছেন সাজেকে আগত পর্যটকরা।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।