প্রাতঃভ্রমণে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:০৬ এএম, ২৮ অক্টোবর ২০১৭
ছবি-প্রতীকী

দিনাজপুরের পার্বতীপুরে প্রাতঃভ্রমণে গিয়ে পুকুরের পানিতে ডুবে সফিরন নেছা (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ (শনিবার) সকাল সাড়ে ৬টার দিকে পার্বতীপুর বাস টার্মিনালসংলগ্ন পার্বতীপুর-রংপুর সড়কের পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

পার্বতীপুর মডেল থানার এসআই সেকেন্দার আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সফিরন নেছা পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার শিবনগর গ্রামের মৃত তছলিম উদ্দিনের স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সফিরন নেছা পার্বতীপুর বাস টার্মিনাল আদর্শপাড়ায় ছেলে মিন্টুর বাসায় থাকতেন। তিনি ডায়াবেটিক রোগী হওয়ায় প্রতিদিন প্রাতঃভ্রমণে বের হতেন।

আজ সকালেও তিনি প্রাতঃভ্রমণে গিয়ে হঠাৎ ওই পুকুরে পড়ে যান। পথচারীরা তাকে পুকুরে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। পরে তার ছেলে সেন্টুসহ লোকজন এসে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

এমদাদুল হক মিলন/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।