রাজশাহীতে নবজাতক মৃত্যুর ঘটনায় ডাক্তারের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ১১:৪৪ এএম, ২৮ অক্টোবর ২০১৭

রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেলে নবজাতক মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার মধ্যরাতে নগরীর রাজপাড়া থানায় মামলাটি দায়ের করেন নবজাতকের বাবা খালিদ হাসান (৩০)। পরে শনিবার দুপুরে ওই নবজাতকের ময়নাতদন্ত হয়।

রামেকের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক মরদেহের ময়নাতদন্ত করেন।

পরে তিনি জানান, নবজাতকের মাথায় প্রায় এক ইঞ্চি লম্বা কাটা দাগ রয়েছে। ক্ষতস্থানের গভীরতা প্রায় আধা ইঞ্চি। এর বাইরে শরীরের কোথাও কোনো আঘাত নেই। শিগগিরই তিনি প্রতিবেদন দেবেন।

এদিকে, নগরীর রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় প্রধান আসামি করা হয়েছে চিকিৎসক শাহীনা আক্তার বাবলীকে। তিনিই ওই অস্ত্রোপচার করেন।

ওই মামলায় অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়। নবজাতককে হত্যার অভিযোগে এ মামলা দায়ের করেন খালিদ হাসান। এ নিয়ে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

শুক্রবার দুপুরে নগরীর লক্ষ্মীপুরে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালে তালাইমারী বাঁদুড়তলা এলাকার গৃহবধূ তামান্না পারভিনের (২৮) সিজারিয়ান অস্ত্রোপচার হয়। এসময় নবজাতকের মাথায় ব্লেডের আঘাত লাগে।

পরে চিকিৎসকের পরামর্শে ওই নবজাতককে রামেক হাসপাতালে নেয় স্বজনরা। এসময় জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।

নবজাতকের বাবা খালিদ হাসান পেশায় কাপড় ব্যবসায়ী। তিনি দাবি করেন, চিকিৎসকের অদক্ষতায় ব্লেডের আঘাতে মারা গেছে তার সন্তান। তবে তা অস্বীকার করে আসছেন ওই চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ।

ফেরদৌস সিদ্দিকী/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।