ভোলায় ভুয়া এএসপি আটক
ভোলার মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দুর্নীতি তদন্ত করতে এসে হোসেন মো. রায়হান নামে এক ভুয়া সিআইডির এএসপি আটক হয়েছেন। শনিবার তাকে খেলনা পিস্তলসহ আটক করে ভোলার পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তার প্রকৃত নাম ঈমাম শাহাজাদা ওরফে ভাসানী। সাচড়া ইউনিয়নের দোরনবাজারের ইউছুফ মিয়া ওরফে ইউছুফ নোমানের ছেলে ঈমাম বর্তমানে দু`বোনের সঙ্গে ঢাকায় থাকেন।
জানা গেছে, ২৩ জুন গাজীপুরের ছায়া বিথি হাইজিং কমপ্লেক্সের বাসিন্দা ব্যবসায়ী নাছিরের মেয়ে স্মরণ ( ২০) কে বিয়ে করেন তিনি। স্ত্রী ,শালিকা ও এক শ্যালককে নিয়ে শুক্রবার এমভি ফারহান-৬ ও এমভি ফারহান-৩ লঞ্চযোগে ভোলার মনপুরায় যান। ওই সময় তিনি মনপুরার ওসির দুর্নীতি তদন্ত করতে লোকজনকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন।
ভোলার পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান জানান, হোসেন মো. রায়হান এর আগেও বোরহানউদ্দিনে একটি হত্যা মামলায় ৮ বছর জেল খাটে। পরে ছাড়া পেয়ে ঢাকায় চলে যায়। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে ২ ভাই বিদেশ থাকে। এক বোন পলি লালমোহন কিশোরগঞ্জ প্রাইমারি স্কুলের শিক্ষক। অপর দু`বোন তাপসী রাবেয়া ও রাখিসহ বর্তমানে ঢাকায় থাকেন। এদিকে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
অমিতাভ অপু/এসএস/আরআই