আপনারা আগেই সাবধান হয়ে যান : দুদক কমিশনার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০১ নভেম্বর ২০১৭

দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, আপনারা আগেই সাবধান হয়ে যান। আমরা কাউকে কষ্ট দিতে চাই না।

নওগাঁয় দুর্নীতিবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বুধবার বেলা সাড়ে ১০টায় দুর্নীতি দমন কমিশন রাজশাহীর আয়োজনে এবং নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিশনার আরও বলেন, অনেকের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়েছি। আমরা স্বাধীনভাবে কাজ করি। এমনকি মন্ত্রী, এমপি এবং প্রশাসনের বড় কর্মকর্তাদেরও আমরা কেয়ার করি না।

এ সময় নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হকসহ প্রমুখ বক্তব্য রাখেন।

দুদক কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ সরকারি কর্মকর্তাদের উদ্দেশ বলেছেন, আমি ও আমার প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত। এ কথাটি বড় কাগজে লিখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর করে দফতরের সামনে টাঙ্গিয়ে রাখতে হবে এবং আগামী রোববারের মধ্যে সেটা বাস্তবায়ন করতে হবে। আপনারা যে সেবা দেন সেটা সেবা প্রার্থীর কাছে একটি ফরমে ‘হ্যা’ বা ‘না’ সূচক টিক চিহ্ন নিন। যে সেবা আপনারা দেন তাতে মনে হয় ‘হ্যা’ চিহ্ন আশা করা যায় না। সরকারি কর্মকর্তারা এখনও জনগণের সঙ্গে ভালো আচরণ করেন না। আমাদের কাজ করার অনেক সুযোগ আছে। সেটাকে আমরা কাজে লাগাবো। আমাদের সেবা দেয়ার মনমানসিকতা থাকতে হবে।

তিনি আরও বলেন, তথ্য বাতায়ন নিয়মিত হালনাগাদ করতে হবে। যেসব কাজকর্ম রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট যা উন্নয়নমূলক কাজ করা হোকনা কেন তা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এতে জনগণ বুঝতে পারবে।

মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় সড়ক ও জনপদ (সওজ), মহিলাবিষয়ক অধিদফতর, ভূমি রেজিস্ট্রি অফিস, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে প্রশ্ন করা হলে স্ব স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তারা সদুত্তর দিতে পারেননি। সভায় জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আব্বাস আলী/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।