তিস্তা পাড়ের আরেক আকর্ষণ তাজা ইলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৮:০৭ এএম, ০৩ নভেম্বর ২০১৭

ইলিশ যেন তিস্তা পাড়ের জেলেদের নতুন স্বপ্ন। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তিস্তার ইলিশ। তিস্তা ব্যারাজে ঘুরতে আসা ভ্রমণ পিপাসুদের আরেক আকর্ষণ এখন তাজা ইলিশ। তিস্তায় ইলিশ ধরা পড়ার এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি। ধরা পড়া ইলিশ মুহূর্তেই বিক্রি হয়ে যাচ্ছে। প্রতি কেজি ইলিশ ৬শ থেকে ৭শ টাকা।

জানা গেছে, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ, গড্ডিমারীর তালেব মোড়, পারুলীয়া এলাকায় স্থানীয় জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে। তিস্তায় ইলিশ ধরা পড়ছে এমন সংবাদে লোকজন ছুটে যাচ্ছে তিস্তা পাড়ে। তিস্তা পাড়েই বিক্রি হচ্ছে ইলিশ। প্রতিদিন ১০ থেকে ২০টি করে ইলিশ জেলেদের জালে উঠছে।

Hilsha-1

স্থানীয় প্রবীণ জেলে খাদেম আলী (৫০) জানান, ১৯৮৮ সালের বন্যায় তিস্তায় কিছু ইলিশ মাছ ধরা পড়েছিল। আর আজ ৩০ বছর পর আবার তিস্তায় ইলিশ ধরা পড়ছে। ইলিশ ধরা পড়ায় জেলেদের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে।

তিস্তা ব্যারাজে ঘুরতে আসা ফারুক হোসেন বাবু বলেন, এক কেজি ওজনের দুইটি ইলিশ মাছ কিনেছি ছয়শ টাকা কেজি দরে। তিস্তায় তাজা ইলিশ কিনতে পারব তা কখনও ভাবিনি।

Hilsha-1

তিস্তা পাড়ের জেলে আকবর হোসেন বলেন, তিস্তা নদীতে ইলিশ পেয়ে আমরা অনেক খুশি। তিস্তানদী খনন করা হলে আমরা বিভিন্ন জাতের মাছ পেতাম।

লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. এসএম রেজাউল করিম বলেন, নদীতে ইলিশ ধরা ২২ দিন বন্ধ থাকায় ঝাঁকে ঝাঁকে ইলিশ উজানের দিকে চলে এসেছে। তাই তিস্তা নদীতেও ইলিশ পাওয়া যাচ্ছে।

রবিউল হাসান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।