অপরাধ প্রতিরোধে ১৬ কি.মি সাইকেল র‌্যালি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১১:১৪ এএম, ০৩ নভেম্বর ২০১৭

১৩টি সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শপথ গ্রহণ করে লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট নামের একটি সংগঠন ১৬ কিলোমিটার সাইকেল র‌্যালি করেছে।

শুক্রবার দুপুরে সদর উপজেলার সাকোয়া তাজ মাহমুদ উচ্চ বিদ্যালয়ে সাইকেল র্যালির উদ্বোধন করেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মুখপাত্র ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এরপর সেখানে জাতীয় সংগীত ও শপথ বাক্য পাঠ করে প্রায় দেড় হাজার বাইসাইকেল নিয়ে র‌্যালিতে অংশ নেন তারা। র‌্যালিটি বড়বাড়ি ও কুলাঘাট ইউনিয়নের ১৬ কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ শেষে পৌরসভার নয়ারহাট বাজারে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজেম হোসেন আলাল, লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, যুবদলের সভাপতি আফজাল হোসেন, আব্দুল হালিম, হাবিবুর রহমান হাবিব, কুলাঘাট ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আন্জুমান আরা শাপলা, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লিমনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

রবিউল হাসান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।