চাঁপাইনবাবগঞ্জে নিজের তৈরি বোমায় কারিগর নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০১:০৫ পিএম, ০৩ নভেম্বর ২০১৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মর্দানা গ্রামে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে তাইফুর রহমান (৩৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত তাইফুর রহমান ওই গ্রামের ফজলু আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে তাইফুর রহমান তার বাড়ির নিজ ঘরে হাতবোমা তৈরি করছিল। একপর্যায়ে বোমাটি বিস্ফোরিত হলে তার ডান হাত উড়ে যায় এবং মুখমণ্ডল ঝলসে যায়।

পরিবারের সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে তার পরিবার নিশ্চিত করেছে।

বর্তমানে লাশ রাজশাহী মেডিকেলে রয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের ওসি হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শিবগঞ্জ থানা পুলিশের এসআই কামরুজ্জামান জানান, তাইফুর নিহতের খবর শুনে তিনি রাজশাহী রওয়ানা দিয়েছেন।

এলাকাবাসী জানিয়েছে, গত তিন মাসে আগে একই গ্রামে তাইফুরের চাচাতো ভাই আলী সাহেবের বাড়িতে একসঙ্গে চারটি হাতবোমা বিস্ফোরণে দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

মোহাঃ আব্দুল­াহ/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।