পাহাড়ে যাত্রীবাহি বাস উল্টে শিশুসহ আহত ১৭
খাগড়াছড়িতে যাত্রীবাহি বাস উল্টে পাঁচ শিশুসহ অন্তত ১৭ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে এক প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ির আলুটিলার ‘ময়লা টিলা’ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহি বাসটি (চট্টমেট্টো-জ-১১-০১৯৭) খাগড়াছড়ির আলুটিলার ‘ময়লাটিলা’ এলাকায় পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। চালকের সাহসিকতার কারণেই বাসে থাকা যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন বলে জানিয়েছেন এক যাত্রী।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো. আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/আইআই