আগামী নির্বাচনেও বিএনপি হারবে : শাজাহান খান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৪ নভেম্বর ২০১৭

 

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি জঙ্গি-সন্ত্রাসীদের লালন করে। জনগণ আর তাদের ভোট দেবে না। আগামী নির্বাচনেও তারা হারবে।

শনিবার বিকেলে মাদারীপুরের হবিগঞ্জ এলাকার আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, বর্তমানে দেশে যে উন্নয়ন হচ্ছে তা জনগণ দেখছে। সুতরাং আগামী নির্বাচনেও আওয়ামী লীগেরই বিজয় হবে।

এ সময় অন্যন্যের মধ্যে স্থানীয় সরকার অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম সাদাত হোসেন, প্রকল্প পরিচালক শচীন্দ্র নাথ হালদার, মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, বাহাদুরপুর ইউনিয়নের চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা শাখাওয়াত হোসেন সেলিম, ধুরাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবর রহমান মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ কে এম নাসিরুল হক/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।