পুলিশের ‘সাজানো নাটক’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১১:৫৯ এএম, ০৫ নভেম্বর ২০১৭

লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশের সাজানো নাটক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাসী। মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

রোববার দুপুরে উপজেলার মধ্য গড্ডিমারী এলাকায় মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করে এলাকাবাসী। সংবাদ সম্মেলনে উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য রাবেয়া বেগম লিখিত বক্তব্য বলেন, গত শুক্রবার জুমার নামাজ শেষে আমার বাড়ি থেকে হুমায়ুন কবির নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ।

কিন্তু মামলায় ওই ব্যক্তিকে উপজেলার বড়খাতা বাজার এলাকায় শুক্রবার রাতে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার দেখানো হয়েছে। এটা পুলিশের সাজানো নাটক।

তিনি আরও বলেন, আমি মাদকের বিরুদ্ধে। কিন্তু একজন ব্যক্তিকে দিনদুপুরে শত শত লোকের সামনে গ্রেফতার করার পর মাদকের মামলায় ফাঁসানো মেনে নিতে পারি না। সংবাদ সম্মেলনে পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এ বিষয়ে হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার বলেন, হুমায়ুন কবির একজন মাদক ব্যবসায়ী। তাকে মধ্য গড্ডিমারী এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে বড়খাতা এলাকা থেকে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রবিউল হাসান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।