শিবগঞ্জে ফেনসিডিলসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৬:১১ এএম, ০৭ নভেম্বর ২০১৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাউসনগর গ্রাম থেকে ৬৬৪ বোতল ফেনসিডিল ও ২টি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। সোমবার রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার হাউসনগর গ্রামের মৃত সাজেমান আলীর ছেলে মো. জুরান আলী (৩০) ও একই এলাকার মো. একরামুল হকের ছেলে মো. মোশারফ আলী (২৫)।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ বলেন, হাউস নগর গ্রামে মাদক কেনা-বেচা চলছে- এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত দেড়টার দিকে হাউসনগর গ্রামে জুরান আলীর বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাড়ি থেকে ৬৬৪ বোতল ফেনসিডিল ও ২টি মোটরসাইকেলসহ জুরান ও মোশারফকে আটক করা হয়।

মোহা. আব্দুল্লাহ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।