নকল সরবরাহের অভিযোগে দুই শিক্ষকের কারাদণ্ড
জেডিসি পরীক্ষায় ভান্ডারিয়া শাহাবুদ্দীন ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রের এক সুপারসহ দু’শিক্ষকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে চার ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে।
পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, বুধবার দাখিল অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া দারুল মোহম্মদ আদর্শ বালিকা দাখিল মাদরাসার সুপার ও কেন্দ্র কমিটির সদস্য মাওলানা হারুন অর রশিদ অবৈধ প্রভাব খাটিয়ে নিজের মেয়েকে নকল সরবরাহ করতে গেলে তাকে আটক করা হয়।
অপরদিকে ১১ নম্বর কক্ষের পরিদর্শক উপজেলার পৈকখালী মোমেনিয়া সিনিয়র (আলিম) মাদরাসার সহকারী শিক্ষক (কৃষি) মো. কামরুল ইসলামকে পরীক্ষার্থীকে নকল সরবরাহের অভিযোগে তাৎক্ষণিক কক্ষ থেকে প্রত্যাহার করা হয়।
পরে ওই মাদরাসার অফিস কক্ষে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দু’জনকে ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেন।
হাসান মামুন/এফএ/আইআই