জমি নিয়ে দ্বন্দ্ব, শাবলের আঘাতে যুবক নিহত
বাগেরহাট সদরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের শাবলের আঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন।
বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত পল্লব বসু বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের আফরা গ্রামের মৃত স্বপন বসুর ছেলে।
নিহতের বড় ভাই লিপন কুমার বসু বলেন, আফরা গ্রামে আমাদের ভোগদখলীয় একটি জমি নিয়ে একই এলাকার ছামাদ মোড়েলের সঙ্গে বিরোধ চলছিল।
মঙ্গলবার বিকেলে আমার ভাই পল্লব বসু ওই জমিতে কাজ করতে যায়। এ সময় আজম মোড়ল, আজাদ মোড়ল ও তাদের বাবা ছামাদ মোড়ল ঘটনাস্থলে গিয়ে পল্লবের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়।
একপর্যায়ে তারা পল্লবের হাতে থাকা লোহার শাবল কেড়ে নিয়ে তার মাথায় আঘাত করে। পরে তাকে উদ্ধার বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বুধবার দুপুরে তার মৃত্যু হয়।
বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, নিহতের স্বজনদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শওকত আলী বাবু/এএম/জেআইএম