জঙ্গিদের শক্তি ভেঙে দিয়েছি : আইজিপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১১:০৬ এএম, ০৯ নভেম্বর ২০১৭

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, দেশের মানুষ ধর্মভীরু হলেও ধর্মান্ধ নয়। এ কারণে তারা জঙ্গিবাদকে সমর্থন করে না। যেহেতু দেশের মানুষ জঙ্গিবাদ সমর্থন করে না সেহেতু দেশে জঙ্গিবাদ থাকতে পারে না। এখন জঙ্গিদের অবস্থা মোটেই শক্তিশালী নয়। তাদের শক্তি আমরা একেবারে ভেঙে দিয়েছি। তবে তারা নির্র্মূল হয়নি। বড় কোনো ঘটনা ঘটানোর সামর্থ্য তাদের নেই।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

২০১৪ সালে ওই ভবনটির নির্মাণকাজ শুরু হয়। পুলিশ বিভাগের ১০১টি জরাজীর্ণ থানা ভবন টাইপ প্ল্যানে নির্মাণ প্রকল্পের আওতায় ওই ভবন নির্মিত হয়েছে। গণপূর্ত বিভাগের আওতায় এই মনোরম ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৬ কোটি ৩০ লাখ টাকা।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, এ ভবনে আধুনিক সুবিধার সবকিছুই রয়েছে। দুটি হাজতখানা, পৃথক পুরুষ ও মহিলা ব্যারাক, কনফারেন্স রুম, ওজুখানাসহ নামাজ ঘর রয়েছে।

ভবন উদ্বোধনকালে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি মোহা. গোলাম রাব্বানী, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে আইজিপি শিবগঞ্জ স্টেডিয়ামে জেলা পুলিশ আয়োজিত চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে অুনষ্ঠিত কমিউনিটি পুলিশিংয়ের মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে যোগ দেন।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।