পিরোজপুর সওজ শ্রমিক কর্মচারীদের মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৮:২১ এএম, ১২ নভেম্বর ২০১৭

সাত দফা দাবি পূরণে পিরোজপুরে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারীরা মানববন্ধন করেছেন। রোববার সকালে হুলারহাট সড়কের কার্যালয় সামনে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা সংসদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জাহিদ হাসান বাদশা, ফারুক হোসেন, শাহ আলম, প্রকাশ চন্দ্র দাশ, সাখাওয়াৎ হোসেন, এবায়দুল হক, মাহাতাব হোসেন, মৃত্যূঞ্জয় হাওলাদার, আবুল হোসেন, সুলতান হোসেন ও আলতাফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘকাল ধরে সড়ক ও জনপথ অধিদফতরে ওয়ার্কচার্জড কর্মচারীরা সড়ক যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্নে নিরলসভাবে কাজ করে আসছেন। সড়ক ও জনপথ অধিফতরে নির্মাণাধীন বর্তমানে ২২ হাজার কিলোমিটারের অধিক সড়ক নির্মাণ, রক্ষণাবেক্ষন, ফেরি চালনা ও রক্ষণাবেক্ষন, সহস্রাধিক গাড়ি চালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের সড়ক ও জনপথ অধিদফতরে কর্মরত ৭ হাজার ৫৯ জন ওয়ার্কচার্জড কর্মচারী মূল ভূমিকা পালন করে আসছেন। অর্থাৎ এই দফতরের প্রায় সব কাজই উল্লিখিত জনবলের উপর নির্ভরশীল।

হাসান মামুন/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।