সাঁকোর স্থানে সেতুর দাবিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৯:১৮ এএম, ১৩ নভেম্বর ২০১৭

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সেতুর দাবিতে মানববন্ধন করেছে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় চালিতাবুনিয়া এলাকায় এ মানববন্ধন হয়।

খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া ও চিপাবারইখালী গ্রামের মধ্যবর্তী খালের সেতুটি প্রায় একযুগ পূর্বে ভেঙে গেছে। এরপর থেকে স্থানীয়ভাবে বাঁশের সাঁকে তৈরি করে চলাচল করছে এলাকার লোকজন।

সাঁকোটির দুই পাড়ে থাকা চিপাবারইখালী মাধ্যমিক বিদ্যালয়, আররহমাহ ইন্সস্টিটিউট, চালিতাবুনিয়া হেফজোখানা, ওলামাগঞ্জ দাখিল মাদরাসা ও চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ দুই গ্রামের শতশত লোক চরম ভোগান্তিতে পড়েছেন। ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে এখানে।

এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে ওই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী স্থায়ী মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার লোক অংশ নেন।

এ সময় মুক্তিযোদ্ধা ওয়াদুদ ফরাজী, প্রভাষক লুৎফর রহমান হাওলাদার, ইউপি সদস্য মিলন হাওলাদার প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা ভেঙে যাওয়া সাঁকোর স্থানে দ্রুত একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।

শওকত বাবু/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।