শৈলকুপায় সাড়ে ৩শ প্যাকেট নকল সিগারেট জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০২:৩২ এএম, ১৪ নভেম্বর ২০১৭

ঝিনাইদহের শৈলকুপা শহরের মা ও শিশু হাসপাতালের পাশের একটি গোডাউন থেকে সাড়ে তিনশ প্যাকেট নকল সিগারেট জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে ওই এলাকার সমর নামের এক ব্যক্তির গোডাউন থেকে এ সিগারেট জব্দ করা হয়।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের পরিদর্শক দাউদ হোসেন জানান, ঢাকা টোব্যাকোর শেখ ব্র্যান্ডের অনুরুপ নামে সিগারেট বিক্রি করে আসছিল সমর নামে ওই ব্যবসায়ী। এই সংক্রান্ত একটি অভিযোগ ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমানের কাছে দায়ের করে ঢাকা টোব্যাকো কোম্পানি। এই অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে ডিবি পুলিশের পরিদর্শক শেখ হাফিজুর রহমান, শামসুজ্জোহা, আবুল খায়ের, এস আই মখলেছুর রহমান, এএসআই আশরাফ, সোহেল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাড়ে তিনশ প্যাকেট সিগারেট জব্দ করেন।

ব্যবসায়ী সমর দীর্ঘদিন ধরে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।