সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ বনদস্যু নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৫:০১ এএম, ১৫ নভেম্বর ২০১৭

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কাতলার খালে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু আব্বাস বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। বুধাবার সকাল সাড়ে ৮টার দিকে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বনদস্যু আব্বাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইউসুফ ফকির ও সক্রিয় সদস্য রুহুল আমিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৮ এর অধিনায়ক উইং কমান্ডার রাজিব জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল থেকে আটটি আগ্নেয়াস্ত্র ও ১২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শওকত বাবু/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।