নাটোরে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:৫৪ এএম, ১৮ নভেম্বর ২০১৭

নাটোর সুগার মিল ও নর্থ বেঙ্গল সুগার মিলে ২০১৭-১৮ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে এক যোগে মিল দুইটিতে ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়।

নাটোর সুগার মিলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধনকালে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চিফ অফ পারসোনাল (সিওপি) আবুল রফিক, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শহিদ উল্লাহ, জিএম (প্রশাসন) সৌমিত্র নারায়ন মুন্সি প্রমুখ উপস্থিত ছিলেন।

নাটোর সুগার মিলে চলতি মৌসুমে এক লাখ ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১২ হাজার ৪০০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অপরদিকে চলতি অর্থ বছরে (২০১৭-১৮) নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলে আড়াই লাখ টন আখ মাড়াই করে ১৮ হাজার ৭৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭.৫০ ভাগ।

নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব এবিএম আরশাদ হোসেন, প্রধান প্রকৌশলী হারেছ আলী, মিলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির প্রমুখ উপস্থিত ছিলেন

রেজাউল করিম রেজা/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।