রংপুরে ২২ আসন চাইবে জাতীয় পার্টি : জিএম কাদের
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আগামী নির্বাচন জোটবদ্ধভাবে করলে রংপুর বিভাগের ২২টি আসন চাইবে জাতীয় পার্টি।
শনিবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট নাবিলা ফারাহ বিদ্যা নিকেতনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, উত্তরবঙ্গের আশার প্রদীপ এরশাদ ও জাতীয় পার্টি। জাতীয় পার্টি এখন সাংগঠনিকভাগে আগের থেকে অনেক শক্তিশালী।
তিনি আরও বলেন, সঠিক সময়ে নির্বাচন হবে কি-না, সব দল সেই নির্বাচনে যাবে কি-না, নির্বাচনের আগে বা পরে কী হবে, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন হবে কি-না, এসব নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। অবস্থা যা-ই হোক না কেন রাজনৈতিক ও গণতান্ত্রিক সমাজ কায়েমের জন্য সব সমস্যা মোকাবেলা করে রাজনীতি আর রাজনৈতিক দলকে দেশ ও মানুষের মুক্তির জন্য কাজ করে যেতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সমাজকল্যাণবিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাবিলা ফারাহ বিদ্যানিকেতনের পরিচালক এম শামসুজ্জামান, চাপারহাট শামসুদ্দিন-কমর উদ্দিন কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
রবিউল হাসান/এএম/জেআইএম