বাগেরহাটে হোটেল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০১:৩২ পিএম, ১৯ নভেম্বর ২০১৭

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের আল মদিনা (পিংকি) নামের একটি আবাসিক হোটেল থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ওই আবাসিক হোটেলের চারতলার ৪ নম্বর কক্ষ থেকে বোমা তৈরির এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১৫ নভেম্বর দুপুরে দুই ব্যক্তি হোটেলের চারতলার ৪ নম্বর কক্ষ ভাড়া নিয়ে মালামাল রেখে চলে যায়। এরপর গত চারদিনেও তারা ফিরে না আসায় হোটেল ম্যানেজার বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ হোটেল কক্ষের তালা ভেঙে বোমা তৈরির দুটি বড় আকারের হটপট, গান পাউডার, লোহা ও পিতলের স্প্লিন্টারসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে।

হোটেল ম্যানেজার মো. সাহাবুদ্দিন জানান, গত ১৫ নভেম্বর বেলা ২টার দিকে ওই দুই ব্যক্তি চারতলার ৪ নম্বর কক্ষ ভাড়া নেন। তাদের দেয়া নাম-ঠিকানা রেজিস্ট্রারভুক্ত করা হয়। এ সময় হোটেলের বোর্ডার রেজিস্ট্রারে বগুড়ার আদমদীঘি উপজেলার পাহালোহা আলীপাড়া গ্রামের মৃত. মমতাজ উদ্দিনের ছেলে মাহতাব উদ্দিন ও একই এলাকার সাদেক আলীর ছেলে আজাদুল বলে উল্লেখ করে।

এ সময় তাদের কাছে দুটি ট্রাভেল ব্যাগ ছিল। তারা হোটেলে ব্যাগ রেখে বাইরে যায়। তারপর আর হোটেলে ফিরে না আসায় বিষয়টি পুলিশকে জানানো হয়।

শরণখোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, আল মদিনা (পিংকি) আবাসিক হোটেল কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে একটি কক্ষ থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শওকত আলী বাবু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।