বাগাতিপাড়ায় ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১৯ নভেম্বর ২০১৭

নাটোরের বাগাতিপাড়ায় যতেন্দ্র দাস (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। শনিবার দিনগত রাতে উপজেলার ছাতিয়ানতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে বৈধ কাগজপত্র না দেখাতে পারায় আজ (রোববার) আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার উপ-পরিদর্শক রোস্তম আলী জানান, ছাতিয়ানতলা বাজারে ওই লোককে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন শনিবার রোহিঙ্গা সন্দেহে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নেয়। এরপর জিজ্ঞাসাবাদে সে জানায়, তার নাম যতেন্দ্র দাস (২৫)। তার বাবা শ্রী সিতারাম দাস এবং মা মফিয়া দেবী।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ভারতীয় ওই নাগরিকের কাছে বাংলাদেশে প্রবেশের বৈধ কোন কাগজপত্র না পাওয়ায় ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

রেজাউল করিম রেজা/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।