গাছে ধাক্কা লেগে ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৬:৪০ এএম, ২০ নভেম্বর ২০১৭
প্রতীকী ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরী-ভুরুঙ্গামারী সড়কে পাথারী মসজিদ সংলগ্ন এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পথে দু'জন মারা যান।

নিহতরা হলেন, উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ব্যাপারীরহাট এলাকার খায়রুল আলমের ছেলে মোতালেব (৩৫), নাগেশ্বরী পৌরসভার নীলুরখামার গ্রামের ইব্রাহিমের ছেলে সোহেল (২৫) ও ব্যাপারীরহাট এলাকার সামসুল হকের পূত্র সুজন (২৩)।

প্রত্যক্ষদর্শী ও নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালুল ইসলাম জানান, সোমবার সকালে নাগেশ্বরী থেকে এক মোটরসাইকেলে তিন আরোহী ভূরুঙ্গামারীর দিকে যাচ্ছিল। এসময় পাথারী মসজিদ সংলগ্ন স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে নাগেশ্বরী হাসপাতালে নেয়ার পথে একজন ও রংপুর মেডিকেলে নেয়ার পথে অপরজনের মৃত্যু হয়।

নাজমুল হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।