জিপিএ-৫ প্রাপ্ত ৯ জন প্রক্সি দিতে গিয়ে ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০২:১০ পিএম, ২৩ নভেম্বর ২০১৭

শেরপুরের শ্রীবরদী উপজেলায় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় (পিএসসি) প্রক্সি দেয়ার অভিযোগে গতবারের জিপিএ-৫ প্রাপ্ত ৯ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

সরকারের একটি গোয়েন্দা সংস্থার বিশেষ অভিযানে বৃহস্পতিবার সকালে জেলার শ্রীবরদী উপজেলা সদরের ওই কেন্দ্রে ধর্ম পরীক্ষা চলাকালে মূল পরীক্ষার্থীদের বদলে পরীক্ষা দেয়ার সময় এদেরকে আটক করা হয়।

আটকরা হলো-শেরপুর সদর উপজেলার হেরুয়া বালুরঘাট মডেল স্কুলের গত বছরের জিপিএ-৫ প্রাপ্ত ফজলুল হক, বর্তমানে একই বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী লিপি, ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া সজিব, লাভলু, স্বপন মিয়া, সবুজ, আপন, সাব্বির হোসেন নিলয় ও স্বপন। এরা সবাই ইতোপূর্বে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তরা যেহেতু শিশু তাই তাদের প্রত্যেকের অভিভাবককে ডেকে জরিমানা করা হয়েছে।

এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট শিক্ষক এবং কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের ডিজি বরারবর অভিযোগ পাঠানো হবে।

হাকিম বাবুল/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।