শেরপুরে উদীচী সাধারণ সম্পাদক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০২:৩৮ এএম, ২৫ নভেম্বর ২০১৭

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী শেরপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক কলেজ শিক্ষক রিতেশ কর্মকারকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের নয়ানী বাজারের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার সঙ্গে থাকা ‘অমিত’ নামে আরও এক যুবকে পুলিশ গ্রেফতার করে। রিতেশ কর্মকাতর সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশপাশি মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমদ কলেজের শিক্ষক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, শহরের নয়ানী বাজার এলাকার পোদ্দার কমপ্লেক্সের মালিক, বিশিষ্ট ব্যবসায়ী রাম পোদ্দারের দায়ের করা চাঁদাবাজির মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। ৫০ লাখ চাঁদা দাবির অভিযোগে রিতেশ কর্মকারসহ ৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করে শুক্রবার রাম পোদ্দার চাঁদাবাজির মামলাটি করেন।

হাকিম বাবুল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।