কুমিল্লায় তুলার কারখানায় আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:৩৪ এএম, ২৫ নভেম্বর ২০১৭

কুমিল্লায়ে একটি তুলা তৈরির কারখানা ও গুডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল পৌনে ৩টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর সংলগ্ন আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা সংলগ্ন ব্যবসায়ী মিজানুর রহমান মোহনের মালিকানাধীন তুলা তৈরির কারখানা ও গুদামের একটি স্থানে অগ্নিকাণ্ডের সূচনা হয়ে পরে তা পুরো ফ্যাক্টরিতেও ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে কর্মরত শ্রমিকরা নিরাপদে বেড়িয়ে আসতে সক্ষম হলেও বিপুল পরিমাণ তুলা এবং তুলা তৈরির জন্য রাখা টুকরো কাপড় ও দুটি মেশিন পুড়ে যায়। খবর পেয়ে কুমিল্লা সদর, সদর দক্ষিণ ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার কর্মরত শ্রমিকরা জানান, গার্মেন্ট্সের অব্যবহৃত টুকরো কাপড় থেকে সেখানে মেশিনের সাহায্যে তুলা তৈরি করা হতো। মেশিনের অতিরিক্ত উত্তাপের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

ঘটনাস্থলে আসা ময়নামতি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির এসআই শামীম জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা চলছে।

কামাল উদ্দিন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।