আশুগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামের দুই পক্ষের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদেরকে স্থানীয় ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দক্ষিণ তারুয়া গ্রামের বিল্লাল মিয়া তার পোল্ট্রি খামারের সামনের সড়কে বালু ও ইটের কণা ফেলেন। বালু ও ইটের কণায় মোটরসাইকেল আটকে যাওয়ার অজুহাতে বিল্লালের সঙ্গে একই গ্রামের শামীম মিয়ার তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।
এরই জের ধরে মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। ঘণ্টা খানেক চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
আশুগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মেজবাহ্ আহমেদ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষ যেন আর না ছড়ায় সেজন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
আজিজুল সঞ্চয়/এএম/এমএস