ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১:১০ এএম, ০৫ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ (বিডি) হল চত্বরে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১-আসনের এমপি রমেশ চন্দ্র সেন।

কর্মী সমাবেশে স্বেচ্ছাসেবক লীগ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নাজমুল হুদা শাহ মো. এ্যাপোলোর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাউছার, সাধারণ সম্পাদক বাবু পঙ্কজ নাথ এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা, ঠাকুরগাও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সহ-সভাপতি মকবুল হোসেন বাবু, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আজিজ, খায়রুল হাসান জুয়েল, দপ্তর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল, মানবাধিকার সম্পাদক মানিক ঘোষ, গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক নাফিউল করিম নাফা, স্বাস্থ্য সহ-সম্পাদক ডা. আলী আবরার, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম প্রমুখ।

রবিউল এহসান রিপন/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।