ফেরি ডুবে পিরোজপুরের ১৮ রুটে নৌ-চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৪:০৫ এএম, ০৬ ডিসেম্বর ২০১৭

 

পিরোজপুরের কচা নদীর বেকুটিয়া ঘাটে তেলবাহী ট্যাংকারের আঘাতে ব্যাক প্লেট ফেটে একটি ফেরি ডুবে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বরিশালসহ এ অঞ্চলের ১৮ রুটে ওই ঘাট থেকে সকল প্রকার নৌযান চলাচলা বন্ধ রয়েছে।ফেরিঘাটের সুপারভাইজার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল বিভাগের ফেরি ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. শামিমুল হক ও পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী (সওজ) মো. নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টায় কচা নদীর বেকুটিয়ার ২৬ নম্বর ফেরিটি পিরোজপুর থেকে একটি যাত্রীবাহী বাস (পরিবহন) ও গরু বোঝাই ট্রাক নিয়ে বরিশাল যাওয়ার সময় একটি বৃহদাকার তেলবাহী ট্যাংকার তাতে আঘাত করে। এতে ফেরিটির ব্যাক প্লেট ফেটে যায়।

এ সময় ফেরিটি ডুবে হওয়ার উক্রম হলে চালক দ্রুত ফেরিটি কিনারে নিতে সক্ষম হন। এক পর্যায়ে বরিশাল প্রান্তে ফেরিটি ডুবে যায়। এতে যানবাহন গুলো আটকা পড়লেও যাত্রীদের উদ্ধার করা হয়। ওই ঘাট থেকে নৌযান চলাচল বন্ধ রয়েছে। বরিশাল থেকে ক্রেন নিয়ে উদ্ধারকারী দল আসলে ফেরি উদ্ধার শুরু হবে।

হাসান মামুন/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।