কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় রোজিনা খাতুন (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মঙ্গলবাড়িয়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে দেবরের সঙ্গে রোজিনা খাতুন তার শিশু সন্তান নিয়ে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া শহর থেকে বারখাদায় যাচ্ছিলেন।
মঙ্গলবাড়িয়া নামকস্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় ছিটকে পড়ে গৃহবধূ রোজিনা খাতুন ঘটনাস্থলে নিহত এবং তার শিশু সন্তান আহত হয়।
পুলিশ নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রোজিনা খাতুন কুষ্টিয়া শহরের বারখাদার মন্টু ড্রাইভারের স্ত্রী।
আল-মামুন সাগর/এএম/আরআইপি