কুষ্টিয়ায় বিশেষ অভিযানে গ্রেফতার ৪০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১০:১৫ এএম, ০৬ ডিসেম্বর ২০১৭
প্রতীকী ছবি

কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযানে জেলার বিভিন্ন থানায় ৪০ জনকে গ্রেফতার হয়।

গ্রেফতারদের মধ্যে দৌলতপুরে নয়জন, কুমারখালীতে আটজন, মিরপুরে ছয়জন, সদর মডেল থানায় নয়জন, ইবি থানায় দুইজন, ভেড়ামারায় পাঁচজন এবং খোকসায় থেকে একজনকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান বলেন, গ্রেফতারদের দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

আল-মামুন সাগর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।