নিজেদের কবর নিজেরাই খুঁড়বে আ.লীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৭:৪৫ এএম, ০৮ ডিসেম্বর ২০১৭

সহায়ক সরকারের দাবি পূরণ না করে যদি দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচন করতে চায় তাহলে তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। শুক্রবার দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রকৃত রণাঙ্গনের মুক্তিযুদ্ধের দল বিএনপি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি বলে তাদের (আওয়ামী লীগের) একটা অনুশোচনাবোধ কাজ করে। কারণ আওয়ামী লীগ নেতারা কলকাতায় এন্টারটেইনমেন্ট সেক্টরে ছিল। উনিও (প্রধানমন্ত্রী) তো যুদ্ধে যাননি। আমাদের দেশে নারীরা যুদ্ধে না গেলেও স্বামী-সন্তানকে যুদ্ধে পাঠিয়েছে। কিন্তু উনিতো তাও করেননি।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে করা নেতিবাচক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম বেবু, মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইসলাম, সাধারণ সম্পাদক হিমেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নাজমুল হাসান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।