ঠাকুরগাঁও শহরে যেতে পারছে না লক্ষাধিক মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৭

ঠাকুরগাঁও শহরের সেনুয়া বেইলী ব্রিজটি মালবাহী ট্রাকসহ ভেঙে পড়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় একটি কয়লা বোঝাই ট্রাক ঝুঁকিপূর্ণ সেনুয়া বেইলী ব্রিজটির উপর উঠলেই ব্রিজটির উত্তর পাশের অংশটি ভেঙ্গে পড়ে।

এসময় ব্রিজের উপরে থাকা বরুনাগাও এলাকার ধন মোহাম্মদের ছেলে আইনুল হক (৬৫) নামের একজন পথচারি আহত হয়েছেন। এদিকে, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এই ব্রিজটি ভেঙে পড়ায় সদর উপজেলার সঙ্গে প্রায় লক্ষাধিক মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

প্রত্যদক্ষর্শীরা জানায়, শহরের বরুনাগাঁও এলাকায় অবস্থিত সেনুয়া বেইলি ব্রিজটি দীর্ঘদিন আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন এলজিইডি কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় শহরের ঠিকাদার রামবাবুর ভাটায় কয়লা নেয়ার সময় একটি দশ চাকার ট্রাক ব্রিজের উপর উঠামাত্রই ভেঙে পড়ে। এসময় একজন পথচারি আহত হয়।

Thakurgaon

এ ঘটনায় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্রিজটি ভেঙে যাওয়ায় অনেক মানুষের অসুবিধা হবে, তাই এলজিইডিকে প্রাথমিকভাবে একটি ব্রিজ বানানোর জন্য বলা হয়েছে।

ঠাকুরগাঁও এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী কান্তেশ্বর বর্মন জাগো নিউজকে জানান, সেনুয়া বেইলি ব্রিজটি অনেকদিন আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তবুও ওই ব্রিজটি দিয়ে মানুষ ভারি যানবাহন নিয়ে চলাচল করছিল। ফলে ব্রিজটি ভেঙে পড়ে। ব্রিজ মেরামতের জন্য ইতোমধেই কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। দ্রুত ব্রিজ মেরামত করে যানচলাচলের জন্য স্বাভাবিক করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রিপন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।