পাহাড়ে যৌথবাহিনীর অভিযান পরিচালনার দাবি অা.লীগের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৭

অস্ত্রের মুখে মৃত্যুর ভয় দেখিয়ে আওয়ামী লীগের পাহাড়ি নেতাকর্মীদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ।

জুরাছড়িতে কিছু নেতাকর্মীর পদত্যাগের বিষয়ে শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বরের স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ কথা বলা হয়।

এতে উল্লেখ করে বলা হয়, জেলার বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের উপজাতি নেতাকর্মীদের মৃত্যুর ভয় দেখিয়ে দল থেকে পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে হত্যার পর সন্ত্রাসীরা আওয়ামী লীগের স্থানীয় উপজাতীয় নেতাকর্মীদের দল থেকে পদত্যাগের জন্য অস্ত্রের মুখে বাধ্য করছে।

চাপের মুখে যদি কোনো নেতাকর্মীকে পদত্যাগে বাধ্য করা হয় তাহলে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ তা কখনও মানবে না। রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সব বিষয় রাজনৈতিকভাবে মোকাবেলা করে আসছে।

হত্যার ভয় আর পদত্যাগে বাধ্য করে বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে না। আওয়ামী লীগ ভেসে আসা কোনো দল নয়- এটি  ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৭১’এর মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী তৃণমূলের সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগ অস্ত্রবাজিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়ণ ও গণতন্ত্রে বিশ্বাস করে।

পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার করা না হলে চলমান খুন, গুম, অপহরণ ও অস্ত্রের মুখে বেপরোয়া চাঁদাবাজিসহ এ ধরনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলতেই থাকবে।

এ পরিস্থিতি থেকে তিন পার্বত্য জেলার জনগণের মুক্তির জন্য অচিরেই অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারসহ অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করে দেশের অন্যান্য সমতল জেলার মতো পাহাড়েও যৌথবাহিনীর অভিযান পরিচালনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে বিবৃতিতে।

সুশীল প্রসাদ চাকমা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।