শিশুকে ধর্ষণচেষ্টা : শ্রমিক লীগ নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৯ এএম, ১১ ডিসেম্বর ২০১৭
প্রতীকী ছবি

সুনামগঞ্জ পৌর এলাকায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযাগে এক শ্রমিক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। রোববার রাতে নবীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা করেছেন।

আটক মলয় চন্দ (৩৫) জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানিয়েছেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হোসেন আহমদ রাসেল।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার রাতে পৌর এলাকার নবীনগরে ধর্মীয় কীর্তন চলছিল। এ এলাকার একটি পরিবারের সবাই ঘর খালি রেখে কীর্তনে যান। এ সুযোগে ওই পরিবারের এক শিশুকে (৯) কীর্তন থেকে ডেকে খালি ঘরে নিয়ে মলয় ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন গিয়ে মলয়কে আটক করে পুলিশে দেয়।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।