ইঁদুর মারার ফাঁদে পড়ে চাচা-ভাতিজার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৬:৩০ এএম, ২২ ডিসেম্বর ২০১৭
প্রতীকী ছবি

পিরোজপুরের নেছারাবাদে ইঁদুর মারার জন্য পাতা বিদ্যুতের ফাঁদে পড়ে চাচা ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাখালিতে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- মো. ফরিদ (১১) ও মো. রেজাউল (৩৫)। ফরিদ ওই গ্রামের নন্না মিয়ার ও রেজাউল একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল মিয়া বলেন, গ্রামের সত্তার নামে একজন জমিতে ইঁদুর নিধনের জন্য জমির চারদিকে বিদ্যুতের ফাঁদ পাতেন। ফরিদ ও রেজাউল ওইখানে মাছ মারার জন্য যায়। এসময় তারা দু'জনেই বিদ্যুতের তারে জড়িয়ে যান। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসান মামুন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।