রাজশাহী থেকে আটক তিন সদস্যকে নিয়ে গেল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৮:২০ এএম, ২৫ ডিসেম্বর ২০১৭
ফাইল ছবি

রাজশাহী সীমান্তে আটক তিন সদস্যকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার বেলা ১টার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।

বিজিবির মাঝারদিয়ার বিওপি কমান্ডার নায়েক সুবেদার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে বিজিবির চর মাঝারদিয়ার বিওপি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, ৮৩ বিএসএফ ব্যাটালিয়নের এসআই হরনাম সিং, সিপাহী রাকেশ কুমার ও সন্তোষ কুমার। দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে আটক সদস্যদের ফিরিয়ে নেয় বিএসএফ।

সুবেদার শফিকুল ইসলাম জানান, ওই তিন বিএসএফ সদস্য চোরাচালানীদের ধাওয়া করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েছিলেন। এসময় দায়িত্বরত বিজিবি সদস্যরা অবৈধভাবে অনুপ্রবেশ করায় তাদের আটক করে। এরপর তাদের মাঝারদিয়ার বিওপিতে নেয়া হয়।

তিনি আরও বলেন, আটক সদস্যদের ফিরিয়ে নিতে সকালেই পতাকা বৈঠকের আহ্বান জানায় বিএসএফ। বেলা ১টার দিকে সামীন্তের ৫৬-২/১ মেইন পিলার এলাকায় ওই পতাকা বৈঠক শুরু হয়। বেলা ১টা ২০ মিনিট পর্যন্ত ওই বৈঠক চলে। ফলপ্রসূ আলোচনা শেষে সেখানেই আটক বিএসএফ সদস্যদের হস্তান্তর করে বিজিবি।

ফেরদৌস সিদ্দিকী/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।