পাকিস্তানিদের সঙ্গে সম্পর্ক রেখে রাজনীতি করে বিএনপি-জামায়াত
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, পাকিস্তানিদের সঙ্গে সম্পর্ক রেখে আওয়ামী লীগ কখনই রাজনীতি করে না। পাকিস্তানিদের সঙ্গে সম্পর্ক রেখে রাজনীতি করে বিএনপি-জামায়াত।
দেশ পাকিস্তানিদের কায়দায় চলছে- বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রেক্ষিতে সোমবার সকালে মাদারীপুরের রাজৈরের আমগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুস্থদের মধ্যে সেলাই মেশিন ও কৃষি উপকরণ বিতরণ শেষে মন্ত্রী এ কথা বলেন।
শাজাহান খান আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করে। আওয়ামী লীগ যখন জঙ্গিদের প্রতিহত করে তখন বিএনপি নেতারা বলে- জঙ্গিদের কেন গ্রেফতার না করে হত্যা করা হলো। এতেই প্রমাণ হয় এই জঙ্গিদের বেগম খালেদা জিয়া বাঁচিয়ে রাখতে চান।
নৌমন্ত্রী বলেন, বাংলা ভাইকে সৃষ্টি করেছিল বিএনপি-জামায়াত। এই বাংলা ভাইকে দিয়ে সব জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করেছিল তারা। জঙ্গিবাদ নির্মূল করার উদ্দেশ্যে আওয়ামী লীগ রাজনীতি করে। পাকিস্তানিদের মতো দেশে জঙ্গি হামলা নেই।
আমগ্রামের ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপুরে সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুমন কুমার দেব, রাজৈর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পল্লবী ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ কে এম নাসিরুল হক/আরএআর/আইআই