মুলার জন্য শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:০৮ এএম, ২৬ ডিসেম্বর ২০১৭

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জমি থেকে মুলা তোলায় রিফাত প্রামাণিক (৫) নামে এক শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত রিফাত উপজেলার জামতৈল ইউনিয়নের বড়কুড়া গ্রামের চা বিক্রেতা মুকুল প্রামাণিকের ছেলে।

শিশু রিফাতের মা বুলবুলি বেগম অভিযোগ করে বলেন, গত রোববার বিকেলে রিফাত বাড়ির পাশে একই গ্রামের আজিজুল হক সরকারের ছেলে খোকনের জমি থেকে একটি মুলা তোলে। এতে ওই জমির মালিক খোকন আমার ছেলেকে হাত-পা বেঁধে জমিতে নিয়ে গিয়ে বেদম মারপিট করে ও জোরপূর্বক তার মুখে মুলা ঢুকিয়ে দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে আমার ছেলে জ্ঞান হারিয়ে ফেলে। অবস্থার বেগতি দেখে সন্ধ্যায় তাকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য বিবাদী আমার পরিবারের ওপর চাপ প্রয়োগ করছেন।

জমির মালিক খোকন বলেন, রিফাত আমার জমির সব মুলা নষ্ট করেছে। তাই রিফাতকে জোর করে তুলে নিয়ে মুলা খেতে বলেছি। তবে রিফাতের হাত-পা বাঁধার কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এম এস সুমনুল হক বলেন, শিশুটি মারাত্মকভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। তার ডান চোখের কোণে একটি নখের আঁচরের দাগ রয়েছে। শিশুটির নিচের ঠোঁটের বাম পাশ কেটে যাওয়ায় ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। তার পিঠে ও পেটে চামড়া ফুলা ও প্রচণ্ড ব্যথা রয়েছে। প্রচণ্ড মানসিক নির্যাতনের কারণে শিশুটির কথা বলা বন্ধ হয়ে গেছে এবং কাউকে চিনতে পারছে না। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও মানসিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। তবে শিশুটির খোঁজ নেয়ার জন্য পুলিশকে হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির পরিবার অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।